ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র রমজান মাসে একসঙ্গে বেশি নিত্যপণ্য না কেনার জন্য ভোক্তাদের অনুরোধ জানিয়েছেন কনজুমারস এসোসিয়েশন অব বংলাদেশ(ক্যাব) উপদেষ্টা (ভোক্তা অভিযোগ) প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম।
ক্যাব উপদেষ্টা জানান, বাজারে একশ্রেণির ব্যবসায়ী ক্রেতাদের দাম বেড়ে যাবার কথা বলে একমাসের বাজার করে মজুদ রাখার জন্য উদ্বুদ্ধ করে। যার ফলে সরবরাহ লাইনে সংকট সৃষ্টি হলে তারা দাম বাড়ানোর সুযোগ পায়। সুতারাং ব্যবসায়ীদের এই অপতৎপরতার সুযোগ না দিয়ে প্রয়োজনমত অল্প করে ভোগ্যপণ্য কেনা হলে পণ্য সরবরাহে কোন অসুবিধা হবে না।
দান বা ইফতার সামগ্রীর বদলে নগদ টাকা প্রদান করতে দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইফতার সামগ্রী দানের কারণে বাজারে যোগান ও সরবরাহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে ফলে ইফতার সামগ্রীর বদলে নগদ টাকা দেয়া হলে গরিব জনগণ চাহিদামতো কেনাকাটা করতে পারবেন। এছাড়া ইফতার সামগ্রী বিতরণ প্রক্রিয়ার নানা অপচয় হয়ে থাকে।
পবিত্র রমজান মাসে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধও জানান তিনি।