ভোক্তাকন্ঠ ডেস্ক: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।
মঙ্গলবার (২৩ মার্চ) শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের (ডিবি) সদস্য সচিব এ কে এম গোলাম রব্বানী।
তিনি বলেন, বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
একই সঙ্গে আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতন করায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
আগামী সিন্ডিকেট সভায় সুপারিশগুলো পাস হবে বলে জানান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।