অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের কারণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন সরকারি সংস্থাগুলো কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, তার তথ্য চেয়ে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পাশাপাশি সংকট উত্তরণে আগামী বুধবারের মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানোর অনুরোধ করা হয়েছে।
চিঠিতে করোনাভাইরাসজনিত কারণে মন্ত্রণালয় ও সংস্থার যেসব কার্যক্রম বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্য এবং সংকট উত্তরণে নেওয়া উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অর্থাৎ কি কি কার্যক্রম গ্রহণ করা উচিত সেসব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেইলে পাঠাতে বলা হয়েছে।
চলমান সাধারণ ছুটিতে সব ধরনের কল-কারখানাসহ বাইরের সব কাজকর্ম রাখার কথা বলা হলেও অর্থনীতি সচল রাখার চেষ্টায় ২৬ এপ্রিল থেকে কিছু কিছু কারখানা চালু হয়েছে। লকডাউনের কারণে এক মাসে আর্থিক ক্ষতির কোনো হিসাব সরকারের কাছে না থাকলেও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, দিনে এই ক্ষতির পরিমাণ তিন হাজার ৩০০ কোটি টাকার কম নয়।