নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় জনসাধারণকে সরকারি ত্রান-সাহায্য প্রদানে সহায়তা প্রদান করেছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর উপদেষ্টা (ভোক্তা অভিযোগ) প্রকোশলী একেএম, খাদেমুল ইসলাম।
রাজশাহী মহানগর এবং চাপাইনবাবগঞ্জ জেলার মোট ৪৩ জন গরীব ও অসহায় মানুষকে কে সরকারি বরাদ্দ ত্রান-সাহায্য পাইয়ে দিতে কাজ করেছেন তিনি। এই সকল দরিদ্র ও অসহায় জনসাধারণদের তালিকা করে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারগণকে ই-মেইল এর মাধ্যমে সরকারের ত্রান-সাহায্য প্রদানের জন্য লিখিত ভাবে অনুরোধ করেন তিনি এবং পরবর্তীতে জেলার ত্রান অফিসারের সাথে সমন্বয় করে প্রার্থীত উপকার ভোগীদের ত্রান অথবা নগদ টাকা প্রাপ্তির জন্য সহযোগিতা করেছেন। তারা প্রত্যেকে বরাদ্দ কৃত ত্রান-সাহায্য পেয়েছেন।
একই পন্থা অবলম্বন করে দেশে বিভিন্ন জেলার গরীব ও অসহায় জনসাধারণ যেন ত্রান-সাহায্য পেতে পারে এজন্য তিনি অনেককে পরামর্শ দিয়েছেন এবং এ যাবত অনেক উপকারভোগী উপকার পেয়েছেন।