চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে খাদ্য সামগ্রী তৈরি করায় দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানের নেতৃত্ব দেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে দেখা যায়, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নুডলস ও ম্যাকারনি উৎপাদন করছিল চাক্তাই আমিন হাজী রোড এলাকার হিফস এগ্রো ফুড প্রোডাক্ট। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করছিল শাহ্ আমানত ফুড প্রোডাক্ট। এ কারণে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাকলিয়ার কালা মিয়া বাজারে মনিটরিং করা হয়। এ সময় চারটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানোয় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সঙ্গে ছিলেন।