টিসিবির পেঁয়াজ এবার ২৫ টাকা কেজি

অনলাইন ডেস্ক: শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান টিসিবি এত দিন ৩৫ টাকা কেজি করে পেয়াজ বিক্রি করে আসছিল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসায়-বাণিজ্যের চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। 

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে প্রতিবছর যে পরিমাণ মজুত রাখতে হয়, সে তুলনায় এবার রাখা হয়েছিল তার দশগুণ মজুত। যে কারণে করোনা পরিস্থিতিতেও ভালো অবস্থায় রয়েছি। নিত্য পণ্যের যে মজুত আছে তাতে আগামী চার মাসেও কোনো সমস্যা হবে না।

মন্ত্রী আরো বলেন, দেশব্যাপী ৫০০ জায়গা থেকে টিসিবি ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে। যেখানে ছোলা, ডাল, ভোজ্যতেল যথেষ্ট আছে। সরকার চাপ সৃষ্টি করায় আদার দাম কমে গেছে। দেশের বড় দুটি ব্যবসায়ী গোষ্ঠী মেঘনা ও সিটি চিনি, তেল ও ডালের দাম ৫ থেকে ১০ টাকা করে কমিয়েছে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।