রাজবাড়ী জেলা প্রতিনিধি
অবৈধ উপায়ে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অভিযোগে রাজবাড়ী বিনোদপুরের বাজারের নয়াটেস্ট পেস্ট্রি শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বড়পুল, বড় বাজার, বিনোদপুর লেকপাড়া এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্তোরাঁ, খাদ্যসামগ্রী উৎপাদনকারী, ফলের দোকানসহ তদারকি করা হয়। অভিযানে অবৈধ উপায়ে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অভিযোগে নয়াটেস্ট পেস্ট্রি শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় শহরের বড়পুল এলাকায় সোনাপুর রেস্তোরাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।