নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্ধারিত ভাড়া ৪৫০ টাকা। কিন্তু এই ভাড়া থেকে আড়ইশ টাকা বাড়িয়ে রাখা হচ্ছিলো ৭০০ টাকা।
এমন অভিযোগে ‘ঢাকা এক্সপ্রেস’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর উত্তরায় টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। তার সঙ্গে ছিলেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
আব্দুল জব্বার মন্ডল জানা, আগে থেকেই ঢাকা এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিলো। তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছিলো। অধিদপ্তরের আভিযানিক টিম তদারকির সময় এর সত্যতা পায়। পরে তাদের জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করে।
এসময় বাসের টিকিট কিনে কেউ প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়।