ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে সবশেষ ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত করা হয়। সরকার ঘোষিত এ ছুটির মেয়াদ ঈদের পরে আরো এক দফা বাড়তে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, দেশ-বিদেশের করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে ঈদের পর ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এবার কী হবে সেটি এখনো বলা যাচ্ছে না। ইউরোপ তো ইতিমধ্যে খুলে দিচ্ছে। বাংলাদেশে ছুটির বিষয়ে ২৮ মের দিকে হয়তো সিদ্ধান্ত হবে।’
এদিকে করোনার মধ্যে অর্থনীতির চাকা সচল রাখতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার অর্থনীতি সচল রাখতে ইউরোপের দেশ গুলোর মতো একই পথে হাটতে পারে। এমন সিদ্ধান্ত আসলে যেসব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেসব এলাকা লকডাউন করে অন্যান্য এলাকায় লকডাউন তুলে দিয়ে স্বাস্থ্যবিধি পরিস্থিতি সচল রাখা হতে পারে ।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখনো এ নিয়ে আলোচনা হয়নি। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত হবে।’
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সাধারন ছুটি চলছে। ইতিমধ্যে সাত দফায় ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির বাড়ানো হয়েছে।
সাধারন ছুটির মধ্যেও পোশাক কারখানাসহ বেশ কিছু প্রতিষ্ঠান সীমীত আকারে খুলে দেওয়া হয়েছে। এছাড়া পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন, সবধরনের জরুরী সেবা ও গণমাধ্যমসহ কিছু কিছু প্রতিষ্ঠান ছুটির বাইরে আছে।