বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর শহরের বাজার রোডে সয়াবিন তেল মজুদ, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অভিযোগে ৩টি মুদি ও মনোহরি দোকানে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৩২ ব্যারেল ৬৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাজার রোডের লোকনাথ ভান্ডারে ৩২ ব্যারেল (৬৭০০ লিটার) খোলা সয়াবিন তেল মজুদ করার অভিযোগে ৫০ হাজার, গৌতম সাহার দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার ও মা কালী ভান্ডারে একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান।
আরইউ