ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। আর, কীভাবে কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ।
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
‘ভারতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাংলাদেশে কমানোর পরিকল্পনা রয়েছে কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত জ্বালানি তেলের দাম সমন্বয় করার কোন চিন্তা সরকারের নেই। ভারত যখন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল, তখন আমরা বাড়াইনি।’
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্ট হয় ও জীবনমানের ওপর প্রভাব পড়ে, সরকার এমন কোন সিদ্ধান্ত নেবে না। তবে বিষয়টি বিইআরসির ওপর নির্ভর করে। বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’