ভোক্তাকণ্ঠ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় গরুর পঁচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌরাস্তা মাছ বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মাংস বিক্রেতা বেল্লাল মুন্সির ফ্রিজ থেকে প্রায় এক মণ গরুর পঁচা মাংস জব্দ করা হয়। তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) আবুবকর ছিদ্দিকী। এরপর পঁচা মাংসগুলো মাটি চাপা দেয়া হয়।
জানা যায়, সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। তিনি বাসায় গিয়ে পঁচা মাংস দেখতে পান। এরপরেই তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে এ অভিযান পরিচালনা করা হয়। এরপর শেখ কামাল সেতুতে অবৈধ ভাবে পার্কিংয়ের দায়ে আরও আট জনকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকী জানান, ওই ব্যবসায়ী পঁচা, দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছেন। এ অপরাধে বেল্লালকে এবং অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে আট জনকে জরিমানা করা হয়েছে। পরবর্তীকালে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।