ভোক্তাকন্ঠ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাণিজ্য সচিবের নেতৃত্বে গঠিত করোনা টাস্ক ফোর্স সভার সিদ্ধান্ত মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের সকল কর্মকর্তার অংশগ্রহণে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা মহামারীর এ সময়ে ঔষধ, স্যানিটাইজার, মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য যৌক্তিক রাখার জন্য নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল কর্তৃক ঢাকা মহানগরীর কলাবাগান, সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অবস্থিত বিভিন্ন ফার্মেসী এবং বি এম এ মার্কেটে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা যৌক্তিক মূল্যে ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ,নকল ও ভেজাল ঔষধ বিক্রয় করা হতে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানান।
এ বিষয়ে পূর্বের ন্যায় অধিদপ্তরের পক্ষ থেকে জিরো টলারেন্স দেখাবে এবং নিয়মিত ও বিশেষ বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে তিনি জানান।