ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স ছাড়া বেকারি পণ্য বিক্রির কারণে পৃথক অভিযানে দুটি বেকারিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বেকারি দুটি হলো- ধানমন্ডির মমতাজ প্লাজায় ইউসুফ কনফেকশনারি ও ৭৮ গুলশান এভিনিউয়ের রেনেসন্স।
সোমবার বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে মমতাজ প্লাজায় ইউসুফ কনফেকশনারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে রাজধানীর গুলশান থানা এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একই অপরাধের কারণে ৭৮ গুলশান এভিনিউয়ের রেনেসন্সকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।