অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে বিদায়ী অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) ধস নেমেছে।
বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগের প্রকাশিত তথ্যে এ চিত্রই দেখা গেছে।
সরাসরি বিদেশি বিনিয়োগ তার আগের বছরের অর্ধেকে নেমে এসেছে। আগে থেকেই এ অর্থবছরে এই পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছিল।
গত ১৬ জুন জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আঙ্কটাড বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে দেখিয়েছিল , গত বছর (ক্যালেন্ডার বছর) বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে তার আগের বছরের অর্ধেকের কম।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গত অর্থবছরে বিভিন্ন খাতে সবমিলিয়ে ৩৭২ কোটি ৮০ লাখ ডলার এফডিআই এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ কম।
২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মে সময়ে ৪৩২ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ।
২০১৯-২০ অর্থবছর ফুরোলেও এক মাসের হিসাব এখনও আসেনি। তবে মহামারী এখনও চলতে থাকায় তা এলেও চিত্র বদলাবে না বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
তারা বলছেন, বিদেশি বিনিয়োগ না বাড়লে দেশি বিনিয়োগও বাড়বে না, ফলে মহামারীতে ওলটপালট অর্থনীতি আরও নাজুক হয়ে পড়বে।
২০১৮-১৯ অর্থবছরের হঠাৎ করেই বিদেশি বিনিয়োগে উল্লম্ফন দেখা যায়। ওই অর্থবছরে ৪৫০ কোটি ১০ লাখ (৪.৫ বিলিয়ন) ডলারের রেকর্ড এফডিআই পায় বাংলাদেশ।
তবে সে বছর আজিক গ্রুপের ব্যবসা কেনার সুবাদে বড় অঙ্কের বিনিয়োগ করেছিল জাপানের কোম্পানি জাপান টোব্যাকো। তার প্রভাবে বেড়ে গিয়েছিল এফডিআই।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৩৬৮ কোটি ডলারের এফডিআই এসেছিল, পরের মে মাসে আসে মাত্র ৪ কোটি ৮০ লাখ ডলার।
এ হিসাবে ১১ মাসে এফডিআই কমেছে ১৩ দশমিক ৮০ শতাংশ।