ভোক্তাকণ্ঠ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বেড়েছে। বেড়েছে পেঁয়াজের দামও।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা করে বেড়েছে। দেশি পেঁয়াজ গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ গত সপ্তাহে কেজি ছিল ৩০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।
শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কাপ্তান বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, পাইকারী বাজারে ভারতীয় পেঁয়াজের আমদানি কম। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এ কারণে পেঁয়াজের দাম বাড়তি। পাইকারি বাজার থেকে কেজি প্রতি পেঁয়াজ নিয়ে আসতে খরচ পড়েছে ৪৪/৪৫ টাকা। ৫০ টাকা কেজি দরে বিক্রি না করলে তো আমাদের কোনো লাভ থাকবে না।