ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত এক সপ্তাহের বেশি সময় ধরে কোনো কারণ ছাড়াই ডিমের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি বেড়ে হয়েছিল ১৬০ টাকা। যা এ যাতৎকালের রেকর্ড বলা চলে। তবে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ‘প্রয়োজনে ডিম আমদানি সিদ্ধান্ত নেওয়া হবে’ এমন ঘোষণার পর বাজারের দৃশ্য অনেকটা পরিবর্তন হতে শুরু করে।
গত কয়েকদিনে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিমের দাম ডজনপ্রতি ৩০-৪০ টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ বর্তমানে ফার্মের মুরগির এক ডজন ডিম ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, আরেক নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, হাঁস এবং দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি, ফার্মের মুরগির সাদা ও লাল ডিম ৪০ টাকা হালি ধরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে অপরিবর্তিত থাকা পেঁয়াজের দামের মধ্যে দেশি পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি এবং ইন্ডিয়ান ও হাইব্রিড পেঁয়াজের দাম ৪৫ টাকা কেজি।