ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চট্টগ্রামে নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকার কারণে সাত রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে নগরীর এ কে খান গেট, আগ্রাবাদ, চান্দগাঁও ও কাট্টলী এলাকায় তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান চলান ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ কে খান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ইসলামিয়া রেস্টুরেন্ট, আম্মাজান রেস্টুরেন্ট ও আয়োজন রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা করে এবং কুটুমবাড়ি রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা পচা ও অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।
একই সময়ে আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ। অভিযানে লাইসেন্স না থাকায় রীচ রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৭ রেস্টুরেন্টকে জরিমানা
অন্যদিকে চান্দগাও এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে তিনি মদিনা হোটেল ও হোটেল গাউছিয়াকে (নতুন) ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
নগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশানার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, তদারকীর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে দেখা যায় অনেক রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশন করে। এজন্য ৭ রেস্টুরেন্টকে অর্থদণ্ড করা হয়।
হোটেল ও রেস্তোরাঁ আইনে লাইসেন্স আছে কি না তাও দেখা হয়। এতে করে যাদের লাইসেন্স নেই তাদের সতর্ক করা হয়। স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও লাইসেন্স সংরক্ষণের জন্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।