ছাড়পত্র ছাড়া সরিষার তেল বিক্রি, জরিমানা ২৫ হাজার

অনুমতি ছাড়া সরিষার তেল বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার রাজধানীর দারুস সালাম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান  এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য “সরিষার তেল” উৎপাদন, বিক্রয় ও বাজারজাতের অপরাধে সাধু অয়েল মিল কে টাকা ২৫হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেব দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) জেব-উন নেছা।