ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় পচা মরিচ ও বিষাক্ত কাপড়ের রং দিয়ে গুড়া মসলা তৈরির অভিযোগে খান মসলা কারখানাকে সিলগালা ও এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোপ গ্রামে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খান মসলা কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পচে যাওয়া কাঁচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মসলা তৈরি করতে দেখা যায় তাদের। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়।
তিনি আরও বলেন, পরে কারখানা তল্লাশি করে বিপুল পরিমাণ পচা কাঁচা মরিচ ও কাপড়ে দেওয়া বিষাক্ত রং জব্দ করা হয়। কারখানাটি সিলগালা ও এর মালিক রাশিদুল ইসলাম খানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।