অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামের সাবরাং ট্যুরিজম পার্কে এলাকায় রিসোর্ট ও হোটেল করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে সাত একর জমি বরাদ্দ চেয়েছে ইফাদ অটোস লিমিটেড। গত সোমবার বেজার কাছে সাবরাং ইজেডে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস।
ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘সাবরাংয়ে সরকার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তাতে সেটি আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র হবে। আমরা আমাদের বিনিয়োগ বৈচিত্র্যকরণ পরিকল্পনার অংশ হিসেবে সেখানে বিনিয়োগ করতে চাচ্ছি।’
ইফাদ অটোস লিমিটেডের প্রস্তাবে বলা হয়, ‘ড্রিম রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড’ একটি রিসোর্ট করতে ৬ একর ও হোটেল করার জন্য এক একর জমি বরাদ্দ চাওয়া হয়েছে। জমি বরাদ্দ পেলে ৪০৮ কোটি টাকার নতুন বিনিয়োগ হবে।
উল্লেখ্য যে, দেশে মোট তিনটি পর্যটনকেন্দ্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বেজা। এদের একটি হলো কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্ক। যার আয়তন ১ হাজার ১৬৫ একর। এখানে থাকবে হোটেল, কটেজ, বিচ ভিলা, ওয়াটার ভিলা, নাইট ক্লাব, কার পার্কিং, সুইমিংপুল সহ নানা ধরনের আন্তর্জাতিক মানের সুবিধা।