ভোক্তাকণ্ঠ ডেস্ক: মেয়াদোত্তীর্ণ ও পচা দই দিয়ে ঘোল তৈরির দায়ে সিরাজগঞ্জে এভারগ্রীন দই ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একই বাজারে বিভিন্ন অভিযোগে আরও ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ আগস্ট) বিকেলে রায়গঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন সলঙ্গা থানা পুলিশ ও আসনার বাহিনীর সদস্যরা ।
মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে পচা ও মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরির অভিযোগে এভারগ্রীন দই ঘরকে ১০ হাজার, নোংরা পরিবেশের জন্য আলিম হোটেলকে ১০ হাজার, দইয়ের মেয়াদ ও পরিমাণের স্টিকার না থাকায় পাপিয়া হোটেলকে ৫ হাজার, পণ্যের গায়ে মুল্যের স্টিকার না থাকায় গ্রীন ভিলেজ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, বেশি দামে ফল বিক্রি করায় আশা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা এবং চার্জার ফ্যান বেশি দামে বিক্রয় করায় রাব্বি ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চালিয়ে মোট ৬টি প্রতিষ্ঠানে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।