ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় শেরপুরের মমিনবাগ সার্ভিস স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ আগস্ট) দুপুরে শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, দুপুরে শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ওই সময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে শহরের মমিনবাগ সার্ভিস স্টেশনকে এক লাখ টাকা জরিমানা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, পেট্রল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগ পেয়ে মমিনবাগ সার্ভিস স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।