ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে নাটোরে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়।
রোববার সদর উপজেলায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সদর উপজেলার বড় হরিশপুর বাজার এলাকায় অবস্থিত সামির হোটেলকে ৩৭ ধারায় দুই হাজার টাকা এবং দত্তপাড়া বাজার এলাকায় অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজকে ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও এ সময় সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।