অনলাইন ডেস্ক: করোনার সংক্রমণ বাড়তে থাকলেও এশিয়ার শেয়ারবাজারে লেনদেনের শুরু থেকে ঊর্ধ্বমুখী। চাঙা সব বড় বড় পুঁজিবাজার।
লেনদেনের সূচক বেড়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন সহ অনেক শেয়ারবাজারে।
জাপানের সূচক বেড়েছে ১ দশমিক ৪৭ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে ১ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে মিশ্র প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয় চীনের পুঁজিবাজারে। সাংহাই কম্পোজিট সূচক কমলেও বেড়েছে শেনজেন কম্পোনেন্ট সূচক।
এ ছাড়া হংকংয়ের হ্যানসেং সূচক বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। অস্ট্রেলিয়ার শেয়ারবাজারেও সূচক বেড়েছে।
শেয়ারবাজারে উত্থান থাকলেও এশিয়ার বাজারে আজ তেলের দাম কমেছে। লেনদেনের শুরুতে বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম শূন্য দশমিক ৭২ শতাংশ কমেছে। তবে বেড়েছে স্বর্ণের দাম।