ভোক্তাকণ্ঠ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকরা এরই মধ্যে আউশ ধান কাটতে শুরু করেছেন। ফলে এখন বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান। আর এ কারণেই চালের দামও কমতে শুরু করেছে।
রোববার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার উত্তর গম্বা এলাকায় আউশ ধানের মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন যথেষ্ট ভালো হয়েছে। ইতোমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। ফলে বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এ ছাড়া সরকার দেশজুড়ে খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।
আউশ চাষের জন্য সরকার কৃষকদের অনেক কৃষি প্রনোদনা দিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষ করেছিলেন, তাদের সেই আশা পূরণ হবে। বাজারে ধানের দাম বেশ ভালো রয়েছে। কৃষকরা ধানের দাম ভালো পাবেন এবং লাভবান হবেন।
মাঠ পরিদর্শনকালে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। এ ছাড়া ব্যবসায়ীদের হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, চালের যথেষ্ঠ মজুত আছে। অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজারে যেন অস্থিতিশীলতা তৈরি করা না হয়।