ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর আফতাব নগরের একটি গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়৷
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও শাহ আলম।
অভিযানে বিদেশি অর্গানিক পণ্যের নামে বিক্রি করা বেশ কিছু অবৈধ পণ্য জব্দ করা হয়। এছাড়াও বিতরণ কোম্পানি ‘আল্টিমেট অর্গানিক লাইফ’কে সাড়ে তিন লক্ষ টাকা এবং তাদের সহযোগী আমদানিকারক কোম্পানি ‘ইমোশন ট্রেড ইন্টারন্যাশনাল’কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জব্বার মন্ডল বলেন, ‘অর্গানিক পণ্যের নামে বাদাম, ঘি, তেলসহ বেশ কিছু খাবার জাতীয় পণ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। তবে এগুলো অবৈধ এবং স্বাস্থের জন্য ক্ষতিকর হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।’
আল্টিমেট অর্গানিক লাইফ কোম্পানিটি আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের। তিনি ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাসকষ্ট রোগের চিকিৎসা দেন।
ইন্টারনেট দুনিয়ায় পরিচিত এ চিকিৎসক ফেসবুক ও ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শসহ ভিডিও পোস্ট করেন।