ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর চকবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে বেকারি খাদ্যে দামে কারসাজি করার অভিযোগে হোটেল আমানিয়াকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে চক ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ পন্থায় ব্যাবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তাকণ্ঠকে জানান আব্দুল জব্বার মন্ডল।