ভোক্তাকণ্ঠ ডেস্ক: সূর্যের তাপ ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে আবার রাজধানীর সেই চিরচেনা যানজট। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী।
বুধবার (৮ জুন) রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিবেদকরা যানজটের খবর জানিয়েছেন।
তাদের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় গুলশান-বাড্ডা লিংক রোড থেকে গুলশান ১ পর্যন্ত রাস্তার দুই পাশেই গাড়ির জট ছিল। এছাড়া বাড্ডা থেকে হাতিরঝিল পর্যন্ত যানবাহন চলেছে থেমে থেমে। অন্যদিকে হাতিরঝিল, মগবাজার-মৌচাক সড়কে তীব্র যানজট দেখা গেছে।
এছাড়া বনানী থেকে মহাখালী সড়কে গাড়ির চাপ কম থাকলেও, সাতরাস্তার প্রতি সিগন্যালে বেশ খানিক সময় অপেক্ষা করতে হয়েছে যানবাহনকে। আর নিউমার্কেট থেকে মিরপুর সড়কেও দেখা গেছে যানজট। উত্তরার আব্দুল্লাহপুর, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কেও ছিল যানবাহনের কিছুটা চাপ।
যাত্রীরা বলছেন, কোনো কোনো সড়কে যাত্রী তোলার জন্য বাসগুলো দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হয়েছে।