ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মতিঝিলের ন্যাচারাল ডেইরী নামক প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে দুটি আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে বৃহস্পতিবার মতিঝিলের উত্তর কমলাপুর এলাকার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ ও মরিচের গুড়া, সরিষা ও নারিকেল তেল, ফার্মেন্টেড মিল্ক (দই) ও মধু পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় উত্তর কমলাপুরের কবি জসিম উদ্দিন রোডের ন্যাচারাল ডেইরী নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এ এন এ ফরহাদ হোসেন ও পরিদর্শক (মেট) মো. মাছুদুল হক।