ভোক্তাকণ্ঠ ডেস্ক: কলেজ ও হোস্টেলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কয়েক দফা বিক্ষোভ মিছিল ছাড়াও সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
জানা যায়, শনিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগসহ অন্যান্য বিভাগের কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যলয়ে যায়। ওই সময় অধ্যক্ষ নূরুল হুদা লেলিন কলেজে উপস্থিত না থাকায় উপাধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি দাওয়া শুনে সমস্যা সমাধানে দুই দিনের সময় নিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন আব্যাহত রাখবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- তাঁতী বাজার হলে দীর্ঘদিনের নষ্ট পানির ফিল্টার ঠিক করা, অকেজো রেফ্রিজারেটর চালু করা, ২ বছর ধরে বন্ধ ডাইনিং চালু করা ও হলের নিরাপত্তা জোরদার করা। তাছাড়া ডেন্টাল বিভাগের দাবিগুলো হলো- গ্যালারিতে প্রজেক্টরের ব্যবস্থা করা, সাউন্ড সিস্টেম স্থাপন, ক্লিনিক্যাল রুমে ডেন্টাল চেয়ারের ব্যবস্থাসহ সব বিভাগে যন্ত্রপাতি স্থাপন করা ও কিলনিক্যাল রুমে এসির ব্যবস্থা করা, ডেন্টাল বিভাগে পর্যাপ্ত জনবল ও ল্যাপটপের ব্যবস্থা করার দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, গত দুই বছর থেকে এসব সমস্যা সমাধানে দাবি জানানো হলেও কলেজের অধ্যক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। উপরন্তু অধ্যক্ষ আন্দোলনকারীদেরকে বলেন, আমি তোমাদের অবিভাবক নই। ২০১১ সালে যারা ডেন্টাল বিভাগ গঠন করেছে, তাদের কাছে যাওয়ার পরামর্শ দিলে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে যানা যায়, গত এক বছর থেকে কলেজটিতে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মধ্যে হারপিক, ফিনাইল, কম্পিউটার কালিসহ বিভিন্ন রিএজেন্ট সংগ্রহ করা হচ্ছে না। ফলে কলেজের একমাত্র ল্যাবটিও মুখ থুবড়ে পড়েছে। প্রতিদিনই অসংখ্য রোগী পরীক্ষা-নীরিক্ষার জন্য আসলেও রিএজন্টের অভাবে রোগীরা ফেরত যাচ্ছেন। অপরদিকে কলেজের অফিস কার্যক্রম চালাতেও হিমশিম খাচ্ছেন কর্মচারীরা।
এ বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আকাইদুজ্জামান বলেন, কলেজের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে আলোচনা করে আগামী তিন দিনের ভেতর শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করা হবে। তাছাড়া শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।