ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুরে জাবের প্লাস হট কেক নামক প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে দুটি আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে সোমবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্পঞ্জ কেক পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে পল্লবীর জাবের প্লাস হট কেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মিরপুরের মোহাম্মাদিয়া সমবায় মার্কেটের কসমেটিক দোকানে বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম জব্দ করে ধ্বংস করা হয়। সেই সঙ্গে এ ক্রীম বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল ইসলাম ও পরিদর্শক (মেট) আহমেদ হোসেন।