ভোক্তাকণ্ঠ ডেস্ক: মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে মুরগি ব্যবসায়ীদের তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার অধিদপ্তরে হাজির হয়ে মুরগি ব্যবসায়ীদের নানা অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
মঙ্গলবার (৭ মার্চ) ভোক্তা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল সোমবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মুরগির বাজার কাপ্তান বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মুরগির বাজারে নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের উপযুক্ত ব্যাখ্যা দিতে আগামী ৯ মার্চ বাজার প্রতিনিধিদের তলব করেছে অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তর বলছে, নানা ধরনের অনিয়মের কারণে মুরগির বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তদারকিকালে বাজারের নানা ধরনের অনিয়ম পেয়েছে অধিদপ্তর।
যেসব অনিয়ম পেয়েছে ভোক্তা অধিদপ্তর
কাপ্তান বাজারে ২৮ থেকে ৩০টি মুরগির পাইকারি আড়ত/ দোকান রয়েছে। কোনো মুরগির দোকানে মূল্য তালিকা দেওয়া নেই। এমনকি মুরগি ক্রয়ের পাকা ক্যাশ মেমো দেখাতে পারেননি কোনো দোকানি।
অন্যদিকে বাজারের মুরগি ব্যবসায়ীরা মিডিয়ার সামনে তর্কে লিপ্ত হয়েছেন। তাদের দাবি, আইন মানতে তারা বাধ্য নন। এমনকি যা ইচ্ছা তাই করবেন মর্মে বক্তব্য দিয়েছেন ব্যবসায়ীরা।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ওই বাজারে তদারকির সময় মূল্য তালিকা টানানোর জন্য সভাপতিসহ সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি গ্রাহ্য করেননি। পাশাপাশি পণ্য ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ না করার কারণে বাজারে মুরগির দামে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।