ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুরে অনিয়মের অভিযোগে ডেইলী সুপার শপকে দুটি আইনে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মুড়ি পণ্য অবৈধ ভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে শেওড়াপাড়ার ডেইলী সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে আরও পাঁচ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, একই এলাকায় কৃষিবিদকে পরামর্শ প্রদান করা হয় ও বিভিন্ন দোকানের ওজন যন্ত্র যাচাইয়ে সঠিক পাওয়ায় যায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. ইবাদত মানিক।
সহযোগীতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. জিসান আহমেদ তালুকদার ও পরিদর্শক (মেট), ডিএমআই মো. কামরুল পলাশ।