ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণগ্রস্ত গ্রাহকদের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
নতুন নির্দেশনা মতে, এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী, নির্ধারিত (গত ৩০ এপ্রিল) সময়ের মধ্যে অনেকেই আবেদন দাখিল করতে পারেননি। এ অবস্থায় ঋণ সমন্বয়ে সদিচ্ছুক অনেক গ্রাহক তাদের মন্দমানে শ্রেণিকৃত ঋণ সমন্বয় করতে পারছেন না। এ প্রেক্ষাপটে, বর্ণিত এক্সিট পলিসির আওতায় গ্রাহকদের ঋণ পরিশোধের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপি ঋণ আদায় ও তারল্য পরিস্থিতি উন্নয়নে এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।
বর্ধিত সময়ে প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।