ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধের পর আজ শনিবার (১৬ জুলাই) থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে ৮ জুলাই থেকে শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। টানা আট দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর ছুটি শেষে আজ শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হয়েছে।