ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরে শুরু হয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রম।
শনিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক বন্দর এলাকায় আসতে শুরু করেছে।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বলেন, পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে এই বন্দর দিয়ে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।