ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বন্ধ ও জেলা সদরে স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক ট্রাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান জানান, চাহিদার তুলনায় ১০ গুণ বেশি সিএনজিচালিত অটোরিকশা চলে এ জেলায়। এতে রাস্তায় বেড়েছে যানজট। পরিবহনগুলো পড়েছে লোকসানে। মানুষকে বেশি টাকায় গন্তব্যে যেতে হয়। এছাড়া শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত অটো রিকশারও ছড়াছড়ি। এগুলো বন্ধ করার দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ ও ট্রাক ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ জানান, আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধের পাশাপাশি জেলায় একটি স্থায়ী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের দাবি তাদের। স্ট্যান্ড না থাকায় তাদেরকে রাস্তার ওপরে গাড়ি রাখতে হয়।
এদিকে, শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এটি সরকারের চক্রান্ত বলে জানায় মৌলভীবাজার জেলা বিএনপি।