উন্মুক্ত হলো কালশী ফ্লাইওভার

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এর উদ্বোধন ঘোষণা করেন।

২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে।

একনেক ২০১৮ সালের ০৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়।