আর্থিক সেবা দিতে নতুন ওয়েবসাইট চালু কেন্দ্রীয় ব্যাংকের

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাধারণ মানুষ‌কে সহজে আর্থিক সেবার তথ্য দিতে নতুন এক‌টি ওয়েবসাইট চালু ক‌রে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

finlit.bb.org.org এ ওয়েবসাইটটিতে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় জনসাধারণের জন্য আর্থিক বিষয়ে বিভিন্ন কনটেন্ট, লেখা ও ভিডিও প্রচার করা হ‌বে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ওয়েবসাইটে দেশে আর্থিক স্বাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াবে। ফলে জনগণ আর্থিক খাতের সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইটের পাশাপাশি নতুন এ ওয়েবসাইটটি সংক্ষিপ্ত, সাবলীল ও সহজ ভাষায় জনসাধারণের জন্য আর্থিক বিষয়ে বিভিন্ন কনটেন্ট, লেখা ও ভিডিও প্রচার করবে।

ওয়েবসাইটটিতে সাধারণ ব্যাংকিং, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার ব্যবহার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, নারী উদ্যোক্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে তথ্য পাওয়া যাবে। আর্থিক অন্তর্ভুক্তির দ্রুত প্রসারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত এবং ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলপত্র’ এর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।