বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে.এম. তারিকুল ইমলাম বলেন, বৈধপথে, শুল্কায়ন করে আমদানি যদি চালু করা যায় তাহলে চোরাচালান বন্ধ হয়ে যাবে। বাংলা নিউজ টুয়েন্টি ফোরের মাধ্যমে জানা যায়, রোববার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তারিকুল বলেন, ‘পণ্য আমদানির বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথা জেনেছি। তারা চাইছেন, একেবারে ওপেন করে দিতে, যেন সব ধরনের পণ্য আমদানি করতে পারেন। ’
তিনি বলেন, সব ধরনের পণ্য আমদানির অনুমতি কোনো বন্দরেই নেই। সব স্থলবন্দরের নিজস্ব একটি পণ্য তালিকা রয়েছে, যে এই পণ্যগুলো এই বন্দর দিয়ে আমদানি হবে। স্থানীয় চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা তালিকা দিক, একেবারে ওপেন না হলেও এনবিআর বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।