বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধের অনুরোধ করেছে ইউজিসি। তবে এ সময়ে অনলাইন ক্লাস চলবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের অবিলম্বে সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধের অনুরোধ করে রবিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলেছে , সরকারী নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত ল্যাব ও সকল ধরনের পরীক্ষা ২৩-০৫-২০২১ পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির কপি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের মাধ্যমে পাঠানো হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন বলেন, আগামী ১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৯ মার্চ পর্যন্ত এ ছুটি চলবে। ৩০ মার্চে স্কুল-কলেজ খুলছে। আর বিশ্ববিদ্যালয়গুলোয় ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে।
সুত্রঃ প্রথম আলো