ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল ৮টা থেকে। শুধু অনলাইনে বিক্রি হচ্ছে এই টিকিট। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধিত ব্যক্তিরাই এবার কিনতে পারবেন টিকিট।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার শরিফুল আলম জানান, আজ ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। একই ভাবে ০৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ০৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের টিকেট।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।