অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার দিবাগত রাত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

এর আগে সন্ধ্যায় নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মো. শাহ আলম এ তথ্য জানান।

তিনি জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি করে আসছেন শ্রমিকরা। শুক্রবার ঢাকায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তত মজুরি বৃদ্ধির ঘোষণার দাবি জানানো হলেও মালিকপক্ষ সেটি মানেনি। তারা এক মাসের সময় চেয়েছেন। কিন্তু এক মাসের সময় দেওয়ার বিষয়ে শ্রমিকরা একমত হননি। ফলে শনিবার রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতি পালন শুরু করবেন শ্রমিকরা।

লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলার সহ-সভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু বলেন, ১০ দফা দাবি আদায়ের জন্য ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন না করায় আমরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করবো।