ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করে নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করছে।
সে অনুযায়ী আজ বৃহস্পতিবারের (২৮ জুলাই) তালিকা প্রকাশ করেছে বিতরণ কোম্পানিগুলো।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ( ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি-এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
নিচের লিংকে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নেসকো ও আরইবির আজকের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।
ডিপিডিসি
https://dpdc.gov.bd/site/page/380e3fdf-9da7-44fe-9d61-5481261a8d1d
ডেসকো
https://www.desco.org.bd/bangla/loadshed_b.php
নেসকো
https://nesco.portal.gov.bd/site/page/13ccd456-1e1d-4b24-828d-5811a856f107
ওজোপাডিকো
http://www.wzpdcl.org.bd/
আরইবি
http://reb.portal.gov.bd/site/page/c65ac273-d051-416f-9a93-5cd300079047
আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার কারণে দেশে ডিজেল চালিত ৬ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করা হয়েছে গত সপ্তাহের সোমবার থেকে। এছাড়াও গ্যাস চালিত কেন্দ্রের উৎপাদনও সিমিত করা হযেছে। আর বিদ্যুতের এই ঘাটতি পোষাতে এলাকা ভিত্তিক শিডিউল করে লোডশেডিং এর ঘোষণা দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে।