ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে লোডশেডিং পরিস্থিতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে আশা করছি। অক্টোবর মাস থেকে হয়তো স্বাভাবিক হবে লোডশেডিং।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্পখাতে অঞ্চলভেদে ছুটির দিন নির্ধারণ হবে।’
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশে ডিজেল চালিত ছয়টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। যে কারণে দেশজুড়ে এই লোডশেডিং দিয়ে ঘাটতি পূরণ করা হচ্ছে। বন্ধ থাকা ছয় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট।