আমনের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার নির্দেশ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আমন ধানের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে আমনের সেচ নিশ্চিত করার জন্য মধ্য রাত থেকে ভোর পর্যন্ত আগামী ১২-১৫ দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে সেচে কোন অসুবিধা না হয়। এজন্য পল্লী বিদ্যুতকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্য রাত বলতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই মুহূর্তে বিদ্যুৎ বাড়ানো সম্ভব হবে না। শিল্প কারখানাগুলো যেন ডিস্টার্ব না হয়। যেমন সার কারখানাগুলো যদি বন্ধ করতে হয় তাহলে সেগুলো চালু করতে গেলে অনেক লম্বা সময় লাগে। পানির যেহেতু ব্যাপক ক্রাইসিস। গত জুলাই মাসে যে বৃষ্টি হয়েছে তা গত বছরের তুলনায় ৫৭ শতাংশ কম। বিশ্বজুড়েই খরা দেখা দিয়েছে। সবাই পরামর্শ দিয়েছেন যে গ্রাম এলাকাতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। যেন সেচের ব্যাঘাত না ঘটে।