ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জে একটি রেস্তোরাঁর খাবারগুলোতে ও এর আশপাশে অসংখ্য তেলাপোকার বিচরণ দেখে ওই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
তিনি বলেন, রোববার ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি মোবাইল টিম প্যাসেফিক ফাস্টফুডে অভিযান পরিচালনা করে। অভিযানে খাবারে প্রচুর পরিমাণে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ কারণে রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম, বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং ক্যাব প্রতিনিধিরা অংশ নেন।