ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ৫০ বস্তা সরকারি চাল বিক্রির জন্য মজুদ রাখে। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বস্তা চাল জব্দ করে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। তবে মুদি দোকানিকে আটক করতে পারেনি পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের এসব চাল দোকানে বিক্রির কোন নিয়ম নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।