ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে পাঁচ মামলায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় পাঁচটি মামলায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারায় ও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ০৫(১)ছ ধারায় জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই ফজলুল হকসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।